Related Articles
ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে
October 13, 2024
ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন ফ্রিতে ভর্তি চলছে

ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, সিলেট।
ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন ফ্রিতে ভর্তি চলছে।
দৈনিক ১০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং মাসিক ১৫০০/- এবং (মেয়েদের) ২০০০/- হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে(বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)ASSET প্রজেক্টে মোট ৫টি অকুপেশন চালু আছে
১. কম্পিউটার অপারেশন
২. গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিলান্সিং
৩. মেশনরি (সিভিল কন্সট্রাকশন)
৪. ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স
৫. মোটর ড্রাইভিং যারা ভর্তি হতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিন