Breaking News

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন ফ্রিতে ভর্তি চলছে

ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন ফ্রিতে ভর্তি চলছে

ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, সিলেট।


ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ন ফ্রিতে ভর্তি চলছে।


দৈনিক ১০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং মাসিক ১৫০০/- এবং (মেয়েদের) ২০০০/- হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে(বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)
👉ASSET প্রজেক্টে মোট ৫টি অকুপেশন চালু আছে
১. কম্পিউটার অপারেশন
২. গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিলান্সিং
৩. মেশনরি (সিভিল কন্সট্রাকশন)
৪. ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স
৫. মোটর ড্রাইভিং
👉 যারা ভর্তি হতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিন

About Fenchuganj Gov. Technical Training Center